রামুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা


রামুতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ৩ জুলাই সকাল ১১টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলঅ নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুল্লাহ মো. হাসান,
সাধারণ সম্পাদক আবু নাঈম মো. হারুন, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, রামু প্রেসক্লাব সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ছাত্র প্রতিনিধি মঈনুর রশিদ, সাইফুল ইসলাম, যায়েদ বিন আমান প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।