রামুতে ডাকভাঙ্গা বাংলাদেশের কার্যক্রম পরিদর্শনে বেলজিয়ামের প্রতিনিধি দল
রামু উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ ডাকভাঙ্গা ও মৈষকুম গ্রামে বেসরকারি সেবামূলক সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ এর শিক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন এর দাতা সংস্থা বেলজিয়াম বাংলাবাড়ির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন লুক, ক্যাটরিন, ড্যানিয়েল, ভেরোনিক, মার্ক, হেইডি, রিক ও নাওমি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী প্রতিনিধি দলটি ডাকভাঙ্গা বাংলাদেশের এরিয়া অফিস, প্রধান কার্যালয় এবং এর অধীনে পরিচালিত কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউয়ারখোপ ইউনিয়নের মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয়, ভিলেজারপাড়া রওশন সরওয়ার শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র এবং মনিরঝিল শিশু ও বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় প্রতিনিধি দলটি স্কুলের লিটল ডক্টরস কার্যক্রমসহ শিক্ষার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিকেলে মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালে ডাকভাঙ্গা বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. মাসুম বিল্লাহ খাঁন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. জুয়েল তালুকদার, রামু উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল গালিব, সহকারি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রাশেদুল আনোয়ার, কনসালটেন্ট তৌহিদ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম রব্বানী খাঁনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলজিয়ামের প্রতিনিধি দল ডাকভাঙ্গা বাংলাদেশের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করেন।