parbattanews

রামুতে ডাকাতের হামলা, সড়ক দুর্ঘটনা ও পাহাড় ধ্বসে নিহত ৩

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ডাকাতের হামলা, সড়ক দুর্ঘটনা, পাহাড় ধ্বসে শিশুসহ ৩জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মঙ্গলবার রাত সাড়ে এগারটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি চাপায় প্রাণ হারান জয়নাল আবেদিন (২৮) নামের এক যুবক।

তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী দক্ষিণপাড়ার ছুরুত আলমের ছেলে। জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, রামু থানা পুলিশ দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, নিহত জয়নাল আবেদিন ওই এলাকার শ্বশুড় বাড়িতে এসেছিলেন। রামুর জোয়ারিয়ানালা ডাকাতের হামলায় নিহত বায়তুল আমিনের নামাজে জানাযা মঙ্গলবার  রাতে সম্পন্ন হয়েছে।  সোমবার ভোরে একদল ডাকাত জোয়ারিয়ানালা ইউনিয়নের মুরাপাড়া এলাকার ইউনুচের বাড়িতে হানা দেয়।

এসময় স্থানীয় জনতার সহায়তায় ডাকাতি প্রতিহত করতে ডাকাতদলের হামলায় গুরুতর আহত হন গৃহকর্তার ছেলে বায়তুল আমান (৩৯)। ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান। বায়তুল আমিনের নামাজে জানাজায় উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমসহ শত শত জনতা শরিক হন।

এদিকে মঙ্গলবার ভোর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের নতুনপাড়া এলাকায় কাল বৈশাখীর ঝড়ো হাওয়া চলাকালে শামসুল আলমের বাড়ির মাটির দেয়াল ধ্বসে পড়লে তিন জন আহত হন। এরমধ্যে হাসপাতালে নেয়ার পথে শামসুল আলমের ৩বছরের শিশুপুত্র আবদুর রহিম প্রাণ হারান। এতে শামসুল আলম ও তার অপর শিশুপুত্র জুনায়েদও আহত হন।

Exit mobile version