স্থানীয়দের মাঝে স্বস্তি

রামুতে ডাকাত কইল্যা অস্ত্রসহ গ্রেফতার

fec-image

কক্সবাজারের রামুতে অস্ত্রসহ কলিম উল্লাহ প্রকাশ ডাকাত কইল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ১৫ জুন বিকালে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পানিস্যা ঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কলিম উল্লাহ প্রকাশ ডাকাত কইল্যা (৪৬) ওই এলাকার নুরুল হকের ছেলে।

রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানিয়েছেন, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশে রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমানের নেতৃত্বে ঈদগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সামসুদ্দিনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলিম উল্লাহ প্রকাশ কইল্যা ডাকাতকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হন।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈয়বুর রহমান জানিয়েছেন, গ্রেফতার কলিম উল্লাহ প্রকাশ ডাকাত কইল্যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাই, অপহরণ, মাদক, নারী নির্যাতন, মারধরসহ বিভিন্ন অভিযোগে ১০টির অধিক মামলা রয়েছে। দূর্ধর্ষ ডাকাত কইল্যার নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছিলো। তাকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন