parbattanews

রামুতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি রোহিঙ্গা নিহত

রামু রাবার বাগান এলাকায় কক্সবাজার ডিবি পুলিশের সাথে ইয়াবা ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধে আব্দুর রশিদ প্রকাশ খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মধ্যরাতে মহাসড়কের জোয়ারিয়ানালা এলাকার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে।

এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেল এবং একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র)উদ্ধার হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র পরিদর্শক মানস বড়ুয়া জানান, মোটরসাইকেল যোগে ইয়াবা নেয়ার পথে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তাকে থামতে বলা হয়, সে না থেমে ডিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে ডিবিও গুলি চালায়।

উভযের বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩০ হাজার ইয়াবা, মোটর সাইকেল, এলজিসহ রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version