রামুতে ধান ক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার
কক্সবাজার রামুর খুনিয়াপালংয়ে ধান ক্ষেত থেকে মোহাম্মদ জুয়েল (১৬) নামক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
সে বড়ডেপা হেডম্যান পাড়ার মনিরুজ্জামানের ছেলে এবং স্থানীয় মো. রশিদের মালিকানাধীন শিকদার পোল্ট্রি ফার্মের কর্মচারী।
সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নছরুল্লাহ রায়হান।
জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৩ জনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে, জুয়েলকে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেন নিকটাত্নীয় লিয়াকত আলী।
তার দাবি, বকেয়া টাকা চাওয়ায় জুয়েলকে মারাধরে করে মালিক পক্ষ। এতে সে মারা যায়। পরে মৃতদেহটি খামারের পাশে ফেলে রাখা হয়। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।
জুয়েলের শরীরে মারধরের চিহ্ন রয়েছে বলে দাবি করেন লিয়াকত আলী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর ঘটনার সঠিক কারণ জানা যাবে।