parbattanews

রামুতে নতুন চার কমিউনিটি ক্লিনিক নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

ramu-pic-13-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামুতে আরো চারটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার নবনির্মিতব্য ক্লিনিক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীব মানুষের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এ ক্লিনিক সমূহ চালু হলে দেশের অন্যান্য অঞ্চলের মতো রামু উপজেলায়ও স্বাস্থ্য সেবার মান উন্নত হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের অবকাটামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করতে হলে স্থানীয় জনসাধারনের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।

দক্ষিণ মিঠাছড়ি ২ নং ওয়ার্ডে রফিক-নুর কমিউনিটি ক্লিনিক, চাকমারকুল ৩ নং ওয়ার্ডে মাষ্টার এনামুল হক কমিউনিটি ক্লিনিক, হাইটুপি আলহাজ্ব বাদশা মিয়া-নুর জাহান কমিউনিটি ক্লিনিক, জোয়ারিয়ানালা ২ নং ওয়ার্ডে মৌরভী রুস্তম-সুফিয়া কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন তিনি।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, সাংসদ কমলের একান্ত প্রচেষ্টায় রামুতে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে সাংসদ কমলের হাতকে শক্তিশালি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মন্নান বলেন, রামু উপজেলার এগার ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিক ছিলো। কক্সবাজার-৩ আসনের সাংসদের প্রচেষ্টায় আজ আরো চারটি কমিউনিটি ক্লিনিকের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করা হলো। এ প্রচেষ্টা অব্যাহত থাকলে রামু উপজেলার সাধারণ জনগন খুব সহজেই চিকিৎসা সেবা নিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোর্শেদুল ইসলাম, দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো: ইউনুচ ভুট্টো, চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রামু প্রেসক্লাবের উপদেষ্ঠা, সাংবাদিক দর্পণ বড়ুয়া, সাংবাদিক খালেদ হোসেন টাপু,  সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কর সিদ্দিক, দক্ষিন মিঠাছড়ি রফিক-নুর কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সরওয়ার আলম মিন্টু, চাকমারকুল মাষ্টার এনামুল হক কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মাষ্টার এনামুল হক, হাইটুপি আলহাজ্ব বাদশা মিয়া-নুর জাহান কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সিএইচসিপি খুরশিদা বেগম, জোয়ারিয়ানালা মৌরভী রুস্তম-সুফিয়া কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মোহাম্মদ মোক্তার, চাকমারকুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ছৈয়দ নুর মেম্বার, যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মেম্বার প্রমূখ।

Exit mobile version