parbattanews

রামুতে পাহাড় কাটার অভিযোগে যুবকের ১ বছরের কারাদণ্ড

পাহাড় কাটার অভিযোগে মোতাহের মিয়া (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে

রামুতে পাহাড় কাটার অভিযোগে মোতাহের মিয়া (৩২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড  দেয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার নেতৃত্বে উপজেলা প্রশাসন জোয়ারিয়ানালা ইউনিয়নের মোরা পাড়ায় অভিযান চালায়।

এ সময় পাহাড় কেটে মাটি পাচারকালীন মাটি ভর্তি একটি পিকআপসহ মোতাহের মিয়াকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসনের উদ্যেগে বিভিন্ন স্থানে পাহাড় কাটা, বালি উত্তোলন ও বাল্য বিয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version