রামুতে প্রবাস ফেরত যুবকের আত্মহত্যা


কক্সবাজারের রামুতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রবাস ফেরত যুবক। নিহত বিজয় বড়ুয়া (২৭) রামুর ফতেখারকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শ্রীকুল এলাকার বিদ্যুৎ বড়ুয়ার ছেলে।
ফতেখারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানিয়েছেন-বাড়ির পার্শ্ববর্তী নিজেদের খামারে একটি গাছে বুধবার বেলা ১২টায় বিজয় বড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) একে আজমিরুজ্জামান দুপুরে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন-মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নিহতের চাচা ইউপি সদস্য সন্তোষ বড়ুয়া জানান, পারিবারিক কলহের জের ধরে বিজয় আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ২ দিন আগে বাবা বিদ্যুৎ বড়ুয়া ছেলে বিজয়কে ব্যাপক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর সে পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে চলে যায়। এ ঘটনার জেরেই বিজয় আত্মহত্যা করেছে।
বাবা বিদ্যুৎ বড়ুয়া জানান, বিজয় মাদকাসক্ত ও পরিবারের অবাধ্য ছিলো। এমনকি সে বাড়িতেও থাকতো না। তবে আত্মহত্যার সঠিক কারণ তিনি জানাতে পারেননি।