রামুতে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

fec-image

রামুর দক্ষিণ মিঠাছড়ি আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৯ জুন দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলী আলী নূর কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-

চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনির। অনুষ্ঠান উদ্বোধন করেন- রামু থানার উপ-পরিদর্শক সালাউদ্দিন খান নোমান।

আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম, হাতিয়া দ্বীপ কলেজের প্রভাষক আরশেদ আলম,

আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক, নিজের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, ইসলামী ব্যাংক পিএলসি, লিংক রোড শাখার অপারেশন ম্যানেজার আক্তার হোসেন,

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, আব্দুর রহিম, ইয়াছিন আক্তার তানিয়া, এরশাদ উল্লাহ, ইউসুফ মির্জা, সাবেক শিক্ষক ফিরোজ আহমদ ও আব্দুর রহিম।

আয়োজকরা জানান, স্মৃতির টানে, হৃদয়ের টানে- ঈদ পুনর্মিলনে সবাই একত্রে প্রাণভরে হাসি আনন্দে”- এ শ্লোগানে দিনব্যাপী অনুষ্ঠানে আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়ের ১১টি এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও এলাকার শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন