parbattanews

রামুতে বনদস্যু হামলায় বিট কর্মকর্তা আহত

রামুতে বনদস্যুদের হামলায় বাঁকখালী রেঞ্জের বিটকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা ১১ টায় বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা আবুল খায়ের মো. ইলাহীর নেতৃত্বে বনকর্মীরা উপজেলার পুর্ব কাউয়ারখোপ গোদারমুখ এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানে যায়।

এসময় বনকর্মীরা বাঁকখালী রেন্জের হেটম্যান আবদুল কাদেরের ভাতিজা মহিউদ্দীনের বনবিভাগের জমিতে সৃজিত অবৈধ লেবু বাগান কাটার সময় হেটম্যান কাদেরের ভাতিজা‘সহ ২০/৩০ জনের বনদস্যু তাদের উপর আক্রমন করে।

লেবু গাছ কাটার কৈফিয়ত চেয়ে বনকর্মীদের অবরোদ্ধ করে রাখে।

পরে স্থানীয় সচতন মহলের সহযোগিতায় বনকর্মীদের উদ্ধার করে নিয়ে যাওয়ারপথে গোদারমুখ ড্রেন নামক স্থানে ওই বনদস্যু গ্রুপ বনকর্মীদের উপর হামলা চালায়।

এতে বাঁকখালী বিট কর্মকর্তা আলাউদ্দীন আলাউল (৪৫) গুরুতর আহত হয়।

বাঁকখালী রেন্জ কর্মকর্তা আবুল খায়ের মো. ইলাহী বলেন, পর্যায়ক্রমে বনবিভাগের বেদখল হওয়া এই এলাকার সব ভুমি উদ্ধারে প্রক্রিয়া চলছে। আহত বিটকর্মকর্তাকে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Exit mobile version