রামুতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
রামুতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (২৮) নামের মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ৪ লক্ষ ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রামু রাবার বাগানের ভিতরে পাহাড়ের ঢালে এই ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন টেকনাফের উত্তর জালিয়াপাড়া এলাকার কালা মিয়ার ছেলে। র্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সময় মেজর মেহেদী হাসান, রামু থানার ওসি (ভারপ্রাপ্ত) কে এম আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন। লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান ওসি কে এম আজমিরুজ্জামান।
ঘটনাপ্রবাহ: কারবারি, নিহত, বন্দুকযুদ্ধ
Facebook Comment