parbattanews

রামুতে বাড়ি বিধ্বস্ত হয়ে শিশুর মৃত্যু, আহত ১

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে প্রবল বর্ষণে পাহাড় ধসে এক বসত বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে প্রাণ হারিয়েছে মোর্শেদ আলম নামের ২ বছরের শিশু। এ ঘটনায় মোর্শেদ আলমের বড় ভাইও আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া লম্বাঘোনা এলাকায় বুধবার (২৫ জুলাই) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদ আলম জাকের হোসেনের ছেলে।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান বুধবার সকাল সাড়ে ৯টায় জাকের হোসেনের বাড়িতে নিহত শিশুটিকে দেখতে যান। এসময় ইউএনও নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান জানান, এখনও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তাই আরও পাহাড় ধসের আশংকা করা হচ্ছে। এজন্য তিনি পাহাড়ের নিচে বা পাদদেশে বসবাসকারী লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

এদিকে দুদিন প্রবল বৃষ্টিপাতের কারণে রামুর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Exit mobile version