parbattanews

রামুতে বিশ্ব খাদ্য দিবস পালিত


রামু প্রতিনিধি:
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাজাহান আলি বলেছেন, দিনদিন জনসংখ্যার সাথে খাদ্যেও চাহিদা বাড়ছে। বাড়তি খাদ্য পাওয়ার জন্য যেমন অধিক ফসল উৎপাদন জরুরী, তেমনি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনও নিশ্চিত করতে হবে। অনেক তামাক চাষে আগ্রহী। কিন্তু মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় কৃষিপণ্য উৎপাদনে কৃষকদের বেশী গুরুত্ব দিতে হবে।

রামুতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে “অভিবাসনের ভবিষ্যত বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীন উন্নয়নে বিনিয়োগ বাড়াও” এ শ্লোগানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা আকবর হোসেন ছিদ্দিকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকোশলী মো. জাকির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ইয়াছির আরফাত, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ছোটন কান্তি দে, রুবিনা খানম, লিপি রানী বড়–য়া, মো. রেজাউর রহমান, মাহবুব আলম, মো. শহীদুল ইসলাম, মোস্তফা জাবেদ চৌধুরী, উত্তম কুমার চৌধুরী, মাহমুদুল করিম, জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা ছাড়াও শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Exit mobile version