parbattanews

রামুতে বৌদ্ধ বিহার পরিদর্শনে এসপি

Ramu cox pic sp cox 25

রামু প্রতিনিধি:
রামু উপজেলার বৌদ্ধ বিহারগুলো পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ আজাদ মিয়া। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে তিনি বাংলাদেশী বৌদ্ধদের অন্যতম ধর্মীয় গুরু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথেরর সাথে মতবিনিময় করেন।

এ সময় রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক অলক বড়ুয়া, বৌদ্ধ সমিতি (যুব) রামু উপজেলা শাখার সভাপতি সুরেশ বড়ুয়া বাঙ্গালী, সংবাদকর্মী অর্পন বড়ুয়া, শিক্ষক শংকর বড়ুয়া ও জয় বড়ুয়াসহ বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে তিনি স্বপরিবারে কেন্দ্রীয় সীমা বিহার, উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্র, শ্রীকুল লালচিং, সাদাচিং, মৈত্রী বিহার, অপর্ণাচরণ বৌদ্ধ বিহারসহ সরকারী অর্থায়নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃনির্মিত বৌদ্ধ বিহারগুলো ঘুরে ঘুরে দেখেন।   

Exit mobile version