রামুতে স্ত্রীর দাঁয়ের কোপে স্বামী আহত


রামুর গর্জনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ বড়বিল গ্রামে স্ত্রীর দায়ের কোপে স্বামী আহত হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) ১১টায় স্বামীর নিজ বাড়ীতে ঘটনাটি ঘটেছে।
আহত কামাল হোসেন (২৩) একই ইউনিয়নের দক্ষিণ বড়বিল গ্রামের নুরুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, ১১ মাস আগে কামাল হোসেনের সাথে একই গ্রামের মো. আবুল হাসেমের মেয়ে রুজিনা (১৯) প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আজ সকালে দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী দাঁ দিয়ে স্বামীর মাথায় তিনটি কোপ দিলে কামাল মাটিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা কামালকে উদ্ধার করে স্থানীয় বাইশারী বাজারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
আহত কামাল হোসেন জানায়, কথাকাটির এক পর্যায়ে তার অজান্তে স্ত্রী রুজিনা দাঁ দিয়ে ৩টি কোপ দেয়।
তবে ঘটনাটি অস্বীকার করে রুজিনা বলেন, হাতাহাতির এক পর্যায়ে দাঁয়ের আঘাতে তার স্বামী মাথায় ব্যাথা পান।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে ঘটনার সূত্রপাত হয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষকে ডাকা হবে। তবে কামাল সুস্থ হওয়ার পর থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান।