রামুতে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রামু উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) বিকাল ৪টায় রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল রামু চৌমুহনী স্টেশন, বাইপাস সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, কক্সবাজার জেলা তাঁতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য নুরুল ইসলাম নাহিদ, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার, সাধারণ সম্পাদক মো. রুবেল, জোয়ারিয়ানালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দিলীপ মহাজন, সাধারণ মো. হানিফ, রশিদনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুল করিম, সাধারণ সম্পাদক হাজী মো. নুরু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রূপকার বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতারা দেশ ও জনগণের শত্রু। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় থাকা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রামু উপজেলা এবং ১১টি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।