রামুতে ৪ হাজার ইয়াবা, নগদ টাকাসহ নারী আটক
রামুর জোয়ারিয়ানালা নাদের পাড়ায় অভিযান চালিয়ে আয়েশা সিদ্দিকা নামের এক নারীকে ৪ হাজার ইয়াবা, নগদ ৪ লাখ ৭৯ হাজার ৭শ ১২ টাকা ও ৫টি মোবাইল সহ আটক করেছে।
শুক্রবার (২৪ মে) ভোর সাড়ে ৪টায় রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুরের নির্দেশে এসআই মামুন ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে তাকে আটক করে।
রামু থানা পুলিশের ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। তিনি সন্ত্রাসী ও মাদক কারবারীদের হুশিয়ারী করে বলেন, রামুতে কোন মাদক কারবারি থাকতে দেওয়া হবে না
ঘটনাপ্রবাহ: আটক হয়নি ভন্ড কবিরাজ, ইয়াবা, নারী
Facebook Comment