রামুতে ৫৮৮ জন মাদ্রাসাছাত্রকে কোরআন শরীফ দিলেন ইউএনও

fec-image

রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮৮ জন ছাত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। বুধবার, ৪ জুন দুপুরে উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে এসব কোরআন শরীফ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার ১১ টি ইউনিয়নের ২৫টি মাদ্রাসার প্রতিনিধিদের হাতে কোরআন শরীফ প্রদান করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল আলেম ও প্রতিনিধিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন- কওমী মাদ্রাসা, এতিমখানা কিংবা হিফজখানার কথা হিসেব করলে রামু উপজেলাকে সামনের দিকেই রাখতে হবে। এ উপজেলার গ্রামের আনাচে কানাচে মাদ্রাসা। তবে বাস্তবতা হলো এসকল মাদ্রাসায় ছাত্রছাত্রীদের জীবন বেশ কঠিন। পর্যাপ্ত পুষ্টির অভাব, থাকার জায়গার স্বল্পতা, এমনকি যে কোরআন শরীফ পড়ছে সেটাও মলাটবিহীন জীর্ণ অবস্থা।

এবার তাই মাদ্রাসা ছাত্রদের হাতে ভিন্নধর্মী ঈদ উপহারের হিসেবে উপজেলার ২৫ টি মাদ্রাসার ৫৮৮ জন ছাত্রকে ঈদ উপহার হিসেবে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কিছুদিন পরে হাফেজ হতে যাওয়া পবিত্র শিশুদের মাধ্যমে এই উপহার সারাজীবন কোরআনের আলো ছড়িয়ে যাবে।

রামু ওলামা পরিষদের সভাপতি ও রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে অসংখ্য শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরীফ বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরফলে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি ঈদ আনন্দে বাড়তি আনন্দ এনে দিয়েছে। তাছাড়া পবিত্র কোরআন শরীফ বিতরন সমাজকে আলোকিত করার একটি অনন্য প্রয়াস। রামুসহ দেশের সর্বত্র যেন কোরআন শরীফ বিতরণের মহতি উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন