রামুর ঈদগড়ে গলা কাটা যুবকের লাশ উদ্ধার
জেলা সংবাদদাতা, বান্দরবান:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় চাইল্যাতলীর গহীন পাহাড়ী ঝিরি থেকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত এক মহিলাসহ চার জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। রোববার দুপুরে রামু উপজেলার চাইল্যাতলী আংগারাঝিরি থেকে নুরুল আজিম (৩০) এর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।
তিনি ঈদগড় কোনার পাড়া গ্রামের আবু ছৈয়দের ছেলে। আটককৃতরা হলো- মরিয়ম খাতুন (২০), হামিদ হোছন (২৫), জুবায়ের (২৮), মোঃ ছলিম (৩০)। তারা সকলেই মায়ানমারের আকিয়াব জেলার বুছিদং এলাকার বাসিন্দা বলে পুলিশের কাছে স্বীকার করেছে। গত দুই-চার বছর পূর্বে মায়ানমার থেকে এসে প্রভাবশালী মহলের সহযোগিতায় উক্ত এলাকায় আশ্রয় নিয়ে বসবাস করে আসছিল তারা।
আটককৃত মরিয়ম জানান, গত ৩১ মে বেলা ১২.৩০ টায় তার স্বামীসহ এলাকার লোকজন জুমার নামাজে গেলে এ সুযোগে নুরুল আজিম তার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। ঐ সময় সে চিৎকার দিলে নুরুল আজিম পালিয়ে যায়। এরপর তার স্বামী ঘটনার বিষয় জানার পর উত্তেজিত হয়ে এলাকার আরো লোক নিয়ে চাইল্যাতলীর আংগাঝিরি থেকে নুরুল আজিমকে আটক করে বেদম প্রহার ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
গত দুই দিন নুরুল আজিমের পরিবার তাকে খোঁজাখুজির পর উক্ত রোহিঙ্গাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি মতে গহীন পাহাড়ের ঝিরি থেকে নুরুল আজিমের লাশ উদ্ধার করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ মোকছেদুল মোমেন ও ওসি তদন্ত মেজবাহ উদ্দিন খান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। উক্ত ঘটনায় রামু থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।