parbattanews

রামুর ঈদগড়ে ৪ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবী

অপহরণ

রামু প্রতিনিধি:
রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন খ্যাত ঈদগড়ে গভীর রাতে চার ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ দাবীর খবর পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, রবিবার গভীর রাতে ঈদগড় ইউনিয়নের তুলাতলি বনাঞ্চলে ধান পাহারারত অবস্থায় টংঘর থেকে অপহরণকারীচক্র ঈদগড়ের ধুমছাকাটা এলাকার ৪ ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরণকৃতরা হল ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা এলাকার ছগির আহমদের পুত্র নুরুল আজিম (৩৭), মৃত মকবুল আহমদের পুত্র শাহ আলম মিস্ত্রী (৫৫), মৃত নুর হোছনের পুত্র জাফর আলম (৫২) ও আবদু শুক্কুর (১৬) বলে জানা যায়।

অপরদিকে রামু থানার এএসআই জাহেদুল ইসলাম, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো ও ঈদগড় আর.আর.এফ পুলিশ ক্যাম্পের আইসি মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকাল থেকে অভিযান পরিচালনা করে। তবে অপহরণকারীরা মুঠোফোনে অপহৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবী করছে বলে জানা যায়।

উল্লেখ্য যে, ঈদগড়ে একের পর এক অপহরণ আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। উখিয়া এএফবি সার্কেল আবদুল মালেক, রামু থানা তদন্ত ওসি মোহাম্মদ কায়কিসলু ঘটনাস্থল পরিদর্শনসহ অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখেন।

Exit mobile version