parbattanews

রামুর গর্জনিয়াতে অবৈধ বালু উত্তোলনের ২ মেশিনসহ পাইপ ধ্বংস 

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাঁকখালী নদীর খালেকুজ্জামান সেতু সংলগ্ন এলাকা থেকে রাতের আঁধারে অবৈধ বালু বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন।

সোমবার (২৬ আগষ্ট) সকাল ১০টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুটি বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

অভিযান শেষে তিনি গর্জনিয়া সেতুর এপ্রোচের উপর ভরাট করা রাস্তার উপর ব্রিক সলিং করার ঘোষণা দেন। অভিযানকালে ইউএনও এর সাথে ছিলেন গর্জনিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সাহেদ, রামু থানা পুলিশের এস আই তানভীরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

স্থানীয়রা জানান, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই স্থান থেকে দীর্ঘ দিন ধরে এপ্রোচ ভরাট করার নামে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল একটি প্রভাবশালী মহল। এ খবর আগে থেকে জানা ছিল প্রশাসনের। তাই গত কাল খবর পেয়ে প্রশাসন এই অভিযান চালায়।

Exit mobile version