parbattanews

রামুর টিলাপাড়ায় প্রশাসনের অভিযান সত্বেও চলছে পাহাড় কাটা

ফাইল ছবি

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় প্রশাসনের অভিযান সত্বেও পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। পাহাড় কাটার মাটি পড়ে আশপাশের কৃষি জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়ছে।

এ ঘটনায় নিরুপায় হয়ে গত ১ অক্টোবর কক্সবাজার পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উখিয়ারঘোনা টিলাপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কয়েকমাস ধরে নির্বিঘ্নে পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটায় নেতৃত্ব দিচ্ছেন, ওই এলাকার কাদির হোছনের স্ত্রী রিনা আকতার, রশিদ মিয়া ও তার স্ত্রী ফাতেমা বেগম, মৃত আবদুল হাকিমের ছেলে মো. হোসেন, সুলতান আহমদের ছেলে দিলদার মিয়া, নুরুল আলমের ছেলে মাহবুব আলম।

জানা গেছে, সম্প্রতি রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। কিন্তু অভিযানের পরও থেমে নেই পরিবেশ বিধ্বংসী পাহাড় নিধনযজ্ঞ।

স্থানীয় বাসিন্দা ওমর আলী, মোবারক হোসেন ও নুরুল আলম জানিয়েছেন, পাহাড় কাটার ফলে সম্প্রতি অনেক কৃষি জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। পাহাড় নিধনকারীরা প্রভাবশালী হওয়ায় কৃষকদের কোন কথায় তারা পাত্তা দেয়না। উল্টো এসব নিয়ে কথা বললে মারধরের হুমকি দেয়। এ ব্যাপারে রামু উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, পাহাড় নিধনকারিদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। এজন্য অভিযান অব্যাহত থাকবে।

Exit mobile version