parbattanews

রামুর ফকিরা বাজারে অগ্নিকাণ্ড

রামু উপজেলা সদরে প্রাচীনতম ফকিরা বাজারের কাপড় পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছ।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে রামু ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাতেই স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী রামু’তে ফায়ার সার্ভিস স্থাপন করেছিলেন বলেই আজ গভীর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে।

নাহয় আগুনে অসংখ্য দোকানপাট ভস্মীভূত হয়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হতো। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জানা গেছে শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ১২ টার দিকে রামু ফকিরা বাজারে বনফুল বেকারীর কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত ১২:৫৫ মিনিটের দিকে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version