parbattanews

রামুর মুখ উজ্জ্বল করেছে তাসলিমুন নেছা

taslimun nesa 30.08

রামু প্রতিনিধি:
৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে রামুর মুখ উজ্জ্বল করেছেন তাসলিমুন নেছা। তিনি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মনির আহমদের মেয়ে এবং কক্সবাজার জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান ও ছড়া বিষয়ক লিটল ম্যাগাজিন ছড়ুয়া’র সম্পাদক ছড়াকার কামাল হোসেনের ছোট বোন।

দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে তাসলিমুন নেছা সবার ছোট।তিনি বিবাহিত ও তাঁর স্বামী তারেক হোসাইন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক।

উল্লেখ্য, তাসলিমুন নেছা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। এরআগে তিনি চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং রামু কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন।

রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বাংলা একাডেমীর সাবেক পরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নুরুল হুদা, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ তাসলিমুনের সফলতায় তাকে অভিনন্দন জানান।

Exit mobile version