রামুর হিমছড়ি সৈকতে আবারো ভেসে এলো মৃত তিমি

fec-image

কক্সবাজারের রামুর হিমছড়ি সৈকতে আবারো ভেসে এসেছে মৃত তিমি। রবিবার (২ মে) বিকাল সাড়ে তিনটায় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হিমছড়ি এলাকায় সমুদ্র তীরে ভেসে আসে এ তিমিটি।

গত ১ মাসের ব্যবধানে এখানে আরও দুটি তিমি মাছ ভেসে আসে। এনিয়ে স্বল্প সময়ের ব্যবধানে বিশাল আকারের ৩টি তিমি মৃত অবস্থায় ভেসে আসলো। ইতিপূর্বে ভেসে আসা ২টি তিমির মৃত্যুর সঠিক কারণও নির্ণয় করা সম্ভব হয়নি। এনিয়ে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে পরিবেশবিদদের মাঝে।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রবিবার ভেসে আসা তিমিটি হয়তো মাসখানেক আগেই মারা গেছে। এটির মাথা ও লেজ বিহীন। এটি পূঁতে ফেলা হবে।

উল্লেখ্য রামুর হিমছড়ি সৈকতে গত ৯ ও ১০ এপ্রিল আরও দুটি মৃত তিমি ভেসে আসে। করোনায় সৈকতে প্রাণের সঞ্চার হলেও পরপর ৩টি মৃত তিমি ভেসে আসায় উৎকন্ঠা বিরাজ করছে সাগরপাড়ের মানুষের মাঝে। এসব তিমির মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের দাবি উঠেছে সর্বত্র।

Print Friendly, PDF & Email
Facebook Comment

One Reply to “রামুর হিমছড়ি সৈকতে আবারো ভেসে এলো মৃত তিমি”

  1. রামুতে মানুষ ঘুরতে যায়। তবে তিমি মাছের এভাবে মারা যাওয়া অনেকটাই দুঃখজনক। এই কারনে এদের সংখ্যা দিন দিন কমে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন