রামুর অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ


রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে পাঁচ শতাধিক কর্মহীন, অসহায়, বিধবা ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।
৫ জুলাই আল-নজির ফাউন্ডেশনের উদ্যোগে এ চাউল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ড. শাইখ হারুন আজিজি আন নদভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাউল বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ আজিজুল হক মাক্কী এবং উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইসমাইল, ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুর রাজ্জাক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক আবদুল হামিদ, আবদুর রশিদ, মাওলানা কবির উদ্দিন, মাওলানা গোলাম কাদের, শিক্ষা পরিচালক মুফতি মাওলানা রিদুয়ানুল হক, শিক্ষক মাস্টার ইস্কান্দার, হাফেজ মাওলানা আবদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।