রামু-ঈদগাঁও’র সীমান্ত এলাকায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারের রামু- ঈদগাঁও উপজেলার সীমান্তবর্তী এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে।
বৃহস্পতিবার( ৭ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রামু ও ঈদগাঁও উপজেলার সীমান্তবর্তী রামুর রশিদ নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাহাতিয়াপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল কাঁহাতিয়াপাড়ার মো. হোসাইন এবং আবদুল মজিদের ছেলে যথাক্রমে ওয়াহেদ (২২) ও মাহমুদ হোছন (২৫)।
স্থানীয় ইউপি সদস্য ইয়াছিনুল হক জিকু জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস নিকটতম দূরত্বে চলে আসা অবস্থায় মোটরসাইকেল আরোহী ওয়াহেদ ও মাহমুদ হোছন রেল ক্রসিং পার হতে আকস্মিকভাবে মোটরসাইকেলের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলসহ তদের দেহ ছিন্নভিন্ন হয়ে অনেক দূরে ছিটকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছে লাশের সুরতহাল তৈরি করছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছেছে।
Facebook Comment