Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামু উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়ারবিরুদ্ধে ব্যাপক দূর্ণীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

অনিয়মে অতিষ্ঠ আনসার ও ভিডিপি সদস্যরা দূর্নীতিবাজ আনসার ভিডিপি কর্মকর্তার অনিয়মের প্রতিকার ও সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে, আনসার ভিডিপি অধিদফতরের মহাপরিচালক, কক্সবাজার জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে, বিভিন্ন কর্মসূচিতে দায়িত্ব পালনকারী আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে উৎকোচ গ্রহণ, নিজের ইচ্ছা মত ব্যক্তিদের সরকারি কর্মসূচিতে দায়িত্ব পালনে নিয়োজিত করা, আনসার-ভিপিপি সদস্যদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণসহ নানা অনিয়মের তথ্য দেয়া হয়েছে।

লিখিত অভিযোগসমূহে উল্লেখ করা হয়েছে, বিগত ৭ মাস পূর্বে রামু উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেন জুয়েল ভূইয়া। যোগদানের পর থেকে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কার্যালয়কে দুর্ণীতির আখড়ায় পরিনত করেছেন তিনি।

এতে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের কিছুদিন পরই রামুর কাউয়ারখোপ ইউনিয়নের গ্রাম ভিত্তিক ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। ওই প্রশিক্ষণে ৬৪ জন পুরুষ-মহিলা অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেয় মাত্র ৪৩ জন। অবশিষ্ট সদস্যদের সম্মানির অর্থ আত্মসাৎ করেন, আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়া। এর কিছুদিন পর শারদীয় দূর্গোৎসবে দায়িত্ব পালনকারী প্রত্যেক আনসার ভিডিপি সদস্যদের কাছ থেকে ৫শ’ টাকা করে উৎকোচ নেন তিনি।

পরবর্তীতে উপজেলা আনসার ভিডিপি সমাবেশে ২শ’ জন উপস্থিতির কথা থাকলেও মাত্র ৮০ জন দিয়ে সেই সমাবেশ সম্পন্ন করে বিপুল অর্থ আত্মসাৎ করেন, আনসার ভিডিপি কর্মকর্তা নিজেই। তাছাড়া বিগত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্যারেডে অংশ নেয়া আনসার সদস্যদের সম্মানি বাবদ প্রাপ্ত ৩২ জনের অর্থ নিজেই আত্মসাৎ করেন। এ নিয়ে সম্প্রতি মাসিক সভায় আনসার দলনেতা-দলনেত্রীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়।

বিগত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে রামু উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রতি প্লাটুন আনসার-ভিডিপি দল থেকে ৮-১০ হাজার টাকা উৎকোচ নেন তিনি। এসব অনিয়মে কতিপয় আনসার ভিডিপি সদস্যরাও জড়িত বলে জানা গেছে।

আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে রামু উপজেলা পরিষদ নির্বাচনে রামুর ৬১টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য প্রত্যেক আনসার ভিডিপি প্লাটুন থেকে ৫ হাজার টাকা করে উৎকোচ নিচ্ছেন বিতর্কিত এ আনসার ভিডিপি কর্মকর্তা।

এমনকি ইউনিয়ন কমান্ডারদের কোন প্লাটুন না দিয়ে নিজের পছন্দের ব্যক্তিদের প্লাটুন দিচ্ছেন। আবার উৎকোচ নিয়ে অনেক আনসার ভিডিপি সদস্য নয় এমন ব্যক্তিদের প্লাটুনে অর্ন্তভূক্ত করছেন। এসব অনিয়ম নিয়ে কথা বললে আনসার ভিডিপি সদস্যদের রোহিঙ্গা বলে আখ্যায়িত করেন এবং লাঞ্চিত করে অফিস থেকে বের করে দেন বলেও গুরুতর অভিযোগ রয়েছে।

জানা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে আনসার ভিডিপি দলনেতা আনসার ভিডিপি ভাতা পাওয়ার বিধান নেই। কিন্তু রামু উপজেলা আনসার ভিডিপি অফিসে এ নিয়ম মানা হচ্ছে না। খোঁজ নিয়ে জানা গেছে, দূর্ণীতিবাজ এ কর্মকর্তাকে ম্যানেজ করে একাধিক দলনেতা সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরি করেও আনসার-ভিডিপি ভাতা উত্তোলন করে যাচ্ছে।

স্মার্টকার্ড প্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোহাম্মদুল কবির জানান, বিগত সংসদ নির্বাচনে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এখন উৎকোচ না দেয়ায় তাকে দায়িত্ব দেয়া হচ্ছে না। সম্প্রতি তিনি এ নিয়ে প্রতিবাদ জানালে উল্টো তাকে হুমকি দিয়ে রোহিঙ্গা বলে অফিস থেকে চলে যেতে বলেন।

উপজেলার গর্জনিয়া ইউনিয়ন আনসার দলনেতা মো. নুরুল হাকিম জানান, আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়া টাকা ছাড়া কাউকে কোন সময় ডিউটিতে দেন না। নির্বাচন, প্রশিক্ষণ, পূজা, উৎসব সেখানে আনসার নিয়োগ সেখানেই তিনি উৎকোচ নেন। এনিয়ে প্রতিবাদ করলে তিনি তাদের উল্টো হুমকি দেন।

উপজেলা মহিলা কমান্ডার পারভীন আকতার, আনসার কমান্ডার মোহাম্মদুল হক জানান, আনসার ভিডিপি কর্মকর্তার অনিয়ম-দুর্ণীতির কারণে সরকারি গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

অপরদিকে সরকারি আনসার-ভিডিপি সদস্যদের গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মকান্ডে ভাতা ও অন্যান্য সুবিধাদি বৃদ্ধি করলেও রামুতে এর সুফল থেকে আনসার-ভিডিপি সদস্যরা বঞ্চিত হয়ে আসছে। এ কারণে তারা দূর্ণীতিবাজ আনসার ভিডিপি কর্মকর্তার নানা অনিয়ম তুলে ধরে উর্দ্ধতন কর্তৃপক্ষ বা প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা এসব অভিযোগে সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রামু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূইয়া, উল্লেখিত সকল অনিয়ম ও দূর্নীতির বিষয় সত্য নয় বলে জানান। তিনি সাংবাদিকদের আরও জানান, অনেকে সুযোগ না পেয়ে এসব অভিযোগ দিয়েছে। যা তদন্তে মিথ্যা প্রমাণিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন