parbattanews

রামু উপজেলা নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র জমা

রামু প্রতিনিধি:

রামু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মনোনয়ন জমাদানের শেষ দিনে রামু সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের কাছে ৯ জন এবং কক্সবাজার রিটার্ণিং অফিসারের কাছে ১ জন সহ মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। এরমধ্যে ১জন আওয়ামী লীগ সমর্থিত এবং অপর ৯জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আলী হোসেন, খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী আফসানা জেসমিন পপি ও আওয়ামী লীগ নেত্রী মনোয়ারা ইসলাম নেভী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য আগামী ২৪ মার্চ রামু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Exit mobile version