রামু প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


রামু প্রেসক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার, ২০ মার্চ বিকালে রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহসভাপতি, দৈনিক ইনকিলাব-এর রামু সংবাদদাতা কাজী এম আবদুল্লাহ আল মামুন।
রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক, দৈনিক আমাদের সময় ও পূর্বদেশ এর রামু প্রতিনিধি এবং দৈনিক কক্সবাজার-এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় পদাধিকার বলে সিনিয়র সহসভাপতি এম আব্দুল্লাহ আল মামুনকে রামু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভুট্টোকে অর্থ সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়। এতে ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বার্ষিক প্রতিবেদন ও হিসাব পেশ করেন।
এ সভা আলোচনায় আরও অংশ নেন, রামু প্রেসক্লাবের সহসভাপতি খালেদ হোসেন টাপু (দৈনিক বাঁকখালী), যুগ্ম সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, দৈনিক আজকের দেশবিদেশ), সহসাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক যুগান্তর, দৈনিক কক্সবাজার বার্তা), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (আওয়ার ইসলাম), সহপ্রচার সম্পাদক আবুল কাশেম সাগর (টিটিএন), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কফিল উদ্দিন (আলোকিত বাংলাদেশ, কক্সবাজার বার্তা), সদস্য আহমদ ছৈয়দ ফরমান (দৈনিক আমার দেশ/হিমছড়ি), সদস্য এসএম হুমায়ন কবির (দৈনিক গণমুক্তি, ডেইলি মনিং গ্লোরি), কামাল হোসেন (দৈনিক ভোরের কাগজ), এমএইচ আরমান (প্যানোয়া নিউজ), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন)।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রামু প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।