সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান

রামু প্রেসক্লাব কার্যকরী কমিটির মেয়াদ বৃদ্ধি

fec-image

রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রামু প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আরও ৬ মাস বর্ধিত করা হয়েছে। সোমবার, ১২ মে বিকাল ৪টায় রামু উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন- রামু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন।

সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি ছিলেন- রামু প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক ও রামু প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি এসএম জাফর এবং এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া।

অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি খালেদ শহীদ, সহ-সভাপতি খালেদ হোসেন টাপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর,

কার্যকরী সদস্য জহির উদ্দিন খন্দকার, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ও কফিল উদ্দিন, সদস্য প্রসূন বড়ুয়া, হামিদুল হক, এসএম হুমায়ন কবির, কামাল হোসেন, এমএইচ আরমান, নুরুল হক সিকদার, মিজানুল হক, মোহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক আবদুল মালেক সিকদার, কায়েদ আলম কায়সার, এএইচএম জয়নাল আবেদীন, মো. শাহজাহান, মো. ইলিয়াছ প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্যে রামু প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া বলেন- সাংবাদিকরা জনমানুষের প্রতীক। প্রেস ক্লাব কোন রাজনৈতিক দলের সংগঠন নয়। প্রেস ক্লাব অরাজনৈতিক সংগঠন।

প্রেস ক্লাব পেশাদার সাংবাদিকদের সংগঠন। সাংবাদিকতা পেশাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। রামুর সাংবাদিকতার মান অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে হলে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

রামু প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাফর বলেন- ভুল-ভ্রান্তি ও ব্যক্তিস্বার্থ পরিহার করে সাংবাদিকদের অভিন্ন প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে।

সাংবাদিকদের সাহসী ও আদর্শিক হতে হবে, সততার মধ্যে থাকতে হবে। তবেই সমাজ ও দেশ উপকৃত হবে।

রামু প্রেস ক্লাবের সাবেক সদস্য ও এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি অর্পন বড়ুয়া বলেন- সাহিত্য-সংস্কৃতির উর্বর ভূমি রামু উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ত্বরান্বিত করতে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা রেখে আসছে। আগামীতেও ঐক্যবদ্ধ থেকে রামুর উন্নয়নে সাংবাদিকদের লেখনী অব্যাহত রাখতে হবে।

বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে সম্মানিত অতিথিবৃন্দ ও উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে রামু প্রেস ক্লাবের বর্তমান কমিটির মেয়াদ আরও ৬ মাস (আগামী ১২ নভেম্বর) পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- রামু প্রেস ক্লাবের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন