parbattanews

রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ramu pic bakkhali  0.11.15

রামু প্রতিনিধি :
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান প্রজন্মকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে পাঠ্য বইয়ের পাশাপাশি তথ্য প্রযুক্তি এবং নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা পালন করতে হবে। রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন।

শুক্রবার সকাল সাড়ে দশটায় এবং বিকাল তিনটায় বিদ্যালয় মিলনায়তনে দুটি সেশনে অনুষ্ঠিত সমাবেশে শতাধিক অভিভাবক অংশ নেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারি কলেজ পরিদর্শক আবুল কাসেম মো. ফজলুল হক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার শর্মা, রাজারকুল মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আবদুল হাসেম, রামু কলেজের শিক্ষক মানসী বড়ুয়া, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি এসএম জাফর, নুুরুল আমিন, রেজাউল আমিন মোর্শেদ, পিপলু বড়ুয়া কমল, আওরঙ্গজেব টিপু প্রমূখ।

অনুষ্ঠানে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়ুয়া, জেসমিন আকতার, মুসলেহ উদ্দীন, আশীষ কান্তি দাশ উপস্থিত ছিলেন।

সমাবেশে অভিভাবকরা প্রশ্নোত্তর পর্বে জানান, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ গড়তে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের কাংখিত ভূমিকা রাখবে। বিদ্যালয়ের বর্তমান পাঠদান পদ্ধতি ভবিষ্যতে অব্যাহত থাকলে এ বিদ্যালয়টি দেশের অনন্য ও সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পাবে।

Exit mobile version