parbattanews

রামু রশিদ নগরে হানিফ-কার মুখামুখি সংঘর্ষ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে কারের মুখামুখি সংঘর্ষে ৬ জন যাত্রী আহত হয়েছে।

সোমবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে ইউনিয়নের পানির ছড়া গ্যারেজ এলাকায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এতে কার চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গাড়ি দু’টি এবং হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় চট্টগ্রামমুখী একটি কার যার নং চট্রমেট্রো গ-১১-৫৫০১ যাওয়ার পথে কক্সবাজারমুখী অপর যাত্রীবাহী হানিফ পরিবহনের বাস নং ঢাকামেট্রো ব-১৪-১০৭১ (ইজি বাইক) টমটমকে ওভারটেক করতে গিয়ে মুখামুখি সংঘর্ষ লেগে যায়।

এ সময় উভয় গাড়ির আনুমানিক ৬/৭ জন যাত্রী আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ইনচার্জ মুজাহিদুল ইসলামের সাথে মুঠাফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ২ জনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে রয়েছে।

Exit mobile version