parbattanews

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

রামু লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল আটটায় একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, অভিভাবক হাফেজ জয়নাল আবেদিন। স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

সমাবেশে অভিভাবকদের মধ্যে আলোচনা করেন, আলহাজ্ব জয়নাল আবেদিন, মুজিবুর রহমান, সাহাব মিয়া সওদাগর, আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ, আলহাজ্ব মুহাম্মদ হাসান, আলহাজ্ব মবিনুল হক, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আবদুল খালেক, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ আবু হানিফা, শামসুল আলম, নুরুল আবছার, মুহাম্মদ নুরুল কবির, মুহাম্মদ অলি উল্লাহ, জয়নাল আবেদিন  প্রমুখ।

সভায় অভিভাবকরা তাদের বক্তব্যে দারুল কুরআন একাডেমির পাঠদানসহ যাবতীয় কার্যক্রমে প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার এক বছরেই এখানে শিক্ষার মান সন্তোষজনক হয়েছে। এলাকার কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের মাঝে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে এ প্রতিষ্ঠান অগ্রনী ভুমিকা পালন করছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষকবৃন্দের পাশাপাশি এলাকার সচেতন জনসাধারণকেও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।

উল্লেখ্য নার্সারি শ্রেণি দিয়ে একবছর পূর্বে যাত্রা শুরু করে লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমী। ২০১৮ সালের নতুন শিক্ষাবর্ষে এ প্রতিষ্ঠানে নূরানী প্রথম বর্ষ চালু করার মধ্য দিয়ে আরো একধাপ এগিয়ে যাবে।

Exit mobile version