parbattanews

রামু লম্বরী পাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন

ramu-pic-nurani-madrasa-01-01

রামু প্রতিনিধি:

নবপ্রজন্মকে আদর্শ জনগোষ্ঠীতে রূপান্তর করার প্রত্যয়ে রামুর লম্বরীপাড়ায় নব প্রতিষ্ঠিত দারুল কুরআন নূরানী একাডেমীর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। রবিবার প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নবপ্রজন্মকে আদর্শ জনগোষ্ঠীতে রূপান্তর করার লক্ষ্যে যুগান্তকারী ও বিশেষায়িত শিক্ষা পদ্ধতি নূরানী শিক্ষাধারা। যার মাধ্যমে কোমল বয়সে ছাত্র-ছাত্রীরা পবিত্র কুরআন-হাদীসের তালিমের পাশাপাশি জীবনঘনিষ্ট দুআ-মাসায়েলসহ আদর্শ জীবন যাপনের শিক্ষা পেয়ে থাকে। তাই আলোকিত মানুষ ও সমাজ গড়তে নূরানী শিক্ষা পদ্ধতির গুরুত্ব অনস্বীকার্য।

লিংকরোড় মশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক ও রামু লম্বরী পাড়া খালেদ বিন ওয়ালিদ (র.) জামে মসজিদ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামত উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। বিশেষ আলোচক ছিলেন, রাজারকুল আসমা ছিদ্দিকা বালিকা মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুচ্ছালাম কুদছী, সমাজসেবক কলিম উল্লাহ কনট্রাক্টর, জামালুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জসিম উদ্দিন।

উদ্বোধন অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা নুরুল আমিন, আবু তাহের, শামসুল আলম, সংবাদকর্মী সোয়েব সাঈদ, লেখক হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ জিয়াউল হক, মাওলানা আবদুল করিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

সভায় অতিথিবৃন্দ এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ধরে রাখতে এলাকার সর্বস্তুরের জনগণের প্রতি আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ দারুল কুরআন নূরানী একাডেমীর শিক্ষার্থীদের প্রতিষ্ঠাকালীন শিক্ষাবর্ষের বই বিতরণ করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে এসব বই দেয়া হয়।

Exit mobile version