parbattanews

রামু শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

রামু শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী রামুকুট তীর্থধামের চলাচলের রাস্তা সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে এ সভা আহ্বান করা হয়।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শ্রী শ্রী রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট দিলীপ কুমার ধর। সাধারণ সম্পাদক প্রকাশ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, কমিটির উপদেষ্টা মাস্টার অনিল চন্দ্র শর্মা, মাস্টার সুনীল শর্মা, ননী গোপাল দে, কক্সবাজার জেলা হিন্দু পরিষদের সভাপতি রাজ বিহারী দাশ, সাধারণ সম্পাদক পরিতোষ দত্ত, কক্সবাজার পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক স্বপন গুহ, রামকুট তীর্থধাম পরিচালনা পরিষদের সহ-সভাপতি ডা. আশুতোষ চক্রবর্তী মন্টু, রতন মল্লিক, কাজল ব্রাক্ষ্মন চৌধুরী, গৌরাঙ্গ মোহন চক্রবর্তী, চন্দন দাশ গুপ্ত, বিজয় ধর, রতন দেওয়ানজী, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন মল্লিক, স্বদীপ শর্মা প্রমুখ।

সভায় সনাতনী সম্প্রদায়ের রামুসহ কক্সবাজার জেলার বিভিন্ন মঠ-মন্দিরের সভাপতি-সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চলাচলের পথ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং এক মাসের মধ্যে এর সুরাহা না হলে মানববন্ধনসহ প্রতিবাদ কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সমস্যা সমাধানকল্পে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Exit mobile version