রামু সেনানিবাসে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

রামু সেনানিবাসে দশম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ পতাকা উত্তোলন করেন।

পতাকা উত্তোলন শেষে সেনাবাহিনী প্রধান এক সমাবেশে বক্তৃতাও করেন।

এসময় অন্যান্যের মধ্যে সাবেক সেনাপ্রধান লে. জেনারেল আতিকুর রহমান, কক্সবাজার-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য যথাক্রমে জাফর আলম, আশেকউল্লাহ রফিক ও সাইমুম সরওয়ার কমল, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, রামু’র ইউএনও লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সকালে হেলিকপ্টার যোগে সেনানিবাসে আসেন এবং অনুষ্ঠান শেষে সেনানিবাস ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রামু সেনানিবাসে ১০ম পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করলেন সেনা প্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন