parbattanews

‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে উল্টো বিপদে ইউরোপ’

ইউরোপীয় ইউনিয়নের পতাকা।

রুশবিরোধী নিষেধাজ্ঞা উল্টো ইউরোপকেই বিপাকে ফেলেছে বলে মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সোমবার (২৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

নিজ দেশের পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন দাবি করেন ভিক্টর অরবান।

ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার ফলে জ্বালানির দাম বেড়ে গিয়ে সেটি উল্টো ইউরোপকেই বিপাকে ফেলে দিয়েছে।

রবিবার ইতালির নির্বাচনের কথা উল্লেখ করে ভিক্টর অরবান বলেন, সংকটের মধ্যে ইউরোপে সরকারগুলোর পতন হলেও অবাক হওয়ার মতো কিছু নেই।

প্রতিবেশী ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য হাঙ্গেরির প্রস্তুত থাকা উচিত বলেও মন্তব্য করেন ভিক্টর অরবান।

টানা চার মেয়াদে হাঙ্গেরির ক্ষমতায় রয়েছেন ভিক্টর অরবান। দীর্ঘদিন ধরে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছেন তিনি। ইউক্রেন যুদ্ধের মধ্যেই গত আগস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটিতে নতুন দুইটি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া।

Exit mobile version