রিমান্ড-জামিন নামঞ্জুর, সালাউদ্দিনকে কারাগারে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদের জামিন ও রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী শুনানি শেষে এ আদেশ দেন।
বৃহস্পতিবার আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বের হওয়ার পর গেটেই তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। এর পরপরই তাকে গাড়িতে করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সালাহউদ্দিন আহমদ গত ৮ এপ্রিল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা মনজুর মোর্শেদ খানের বাড়ি থেকে বের হওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হন।
সর্বশেষ বৃহস্পতিবার মামলায় জামিন পাওয়ার পর হাসপাতালের প্রিজন সেল থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ আবারো তাকে গ্রেপ্তার করে।