রিয়াদকে আমি বিশ্বকাপ দলে দেখছি না: সুজন

বাংলাদেশ ক্রিকেটের ‘পঞ্চপাণ্ডবের’ এক জন মাহমুদউল্লাহ রিয়াদ। দলে দায়িত্ব পালন করেছে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবেও। তার হাতে অনেক স্মরণীয় জয় পেয়েছেন টাইগাররা। তবে বর্তমানে ছন্দে না থাকায় রয়েছেন দলের বাইরে।
সবশেষ তাকে গেল মার্চ মাসের শুরুতে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে দেখা গেছে। এরপর আর নতুনদের মধ্যে দলে নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনি। সবশেষ ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে এবং আগামী মাসে আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে নেই রিয়াদ। তবে সবশেষ নির্বাচক কমিটির মুখে শোনা গিয়েছিল আসন্ন ওয়ানডে বিশ্বকাপে রিয়াদকে দলে রাখার আশার বাণী তবে তা নিয়েও রয়েছে ব্যাপক সন্দেহ।
চলতি বছরের অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। ভারত আর বাংলাদেশের কন্ডিশন প্রায় এক হওয়ায় সেখানে টাইগারদের সুবিধে করতে পারার সুযোগ রয়েছে। তেমন প্রস্তুতি নিয়েই যাবেন টাইগাররা। তাই যদি রিয়াদ নিজেকে প্রমাণ না করে তাহলে দলে যায়গা পাবে না।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। এ সময় সুজন জানান তিনি রিয়াদকে বিশ্বকাপ দলে দেখছেন না ।
মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নে সাংবাদিকদের সুজন বলেন, ‘রিয়াদ আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বাংলাদেশ দলের অনেক পারফম্যান্সের সে সাক্ষী, অনেক ম্যাচ জিতিয়েছে। তবে যদি সত্যি করে বলি, ও (মাহমুদউল্লাহ রিয়াদ) টিমে নেই, আমি ওভাবে যদি বলি, আমি যেভাবে দেখছি ওভাবে বিশ্বকাপে রিয়াদকে আমি দেখছি না। কারণ যদি তাকে বিশ্বকাপে দেখতাম তাহলে এই সিরিজগুলোতে থাকত। হয়তো হৃদয় ভালো করছে, আফিফও এখন দলে নেই। তারপরও সুপার লিগের ম্যাচগুলোতে মাহমুদউল্লাহ নিজেকে কীভাবে মেলে ধরে সেটাও এখন দেখার বিষয়।’
তিনি আরও বলেন, ‘কিন্তু রিয়াদ যখনই জাতীয় দলের হয়ে খেলেছে খুব গুরত্বপূর্ণ একটা জায়গায় ব্যাটিং করেছে। যেখানে আপনি হিরোও হতে পারেন, আবার জিরোও হতে পারেন। রিয়াদ হয়তো দুটির স্বাদই পেয়েছে। ওর অনেক ম্যাচ আছে যেগুলো একাই জিতেছে। আসলে মূল কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিটা আসল। রিয়াদকে দলে কতটুকু দরকার বা ওর বদলে যারা খেলছে পারফরম করছে কি না। যদি পারফরম করে, দল যদি সন্তুষ্ট থাকে; তাহলে রিয়াদের সুযোগ কম থাকবেই, এটাই সত্য।’
এ সময় দলের সঙ্গে না থাকলেও রিয়াদ এখনো নজরে আছে জানিয়ে সুজন বলেন, ‘আর একটা বিষয় হলো, রিয়াদের তো অভিজ্ঞতা আছেই, ও যে কোনো সময় আবারও পারফর্ম করতে পারবে, সেটা আমরাও সবাই বিশ্বাস করি। সবমই তো আছেই, রিয়াদ যে একদম বাইরে চলে গেছে তা না। তবে তাকে নিয়ে যদি চিন্তা থাকে তাহলে বিশ্বকাপের আগে অবশ্যই ম্যাচ খেলনো উচিত। কারণ বিশ্বকাপের আগে হঠাত্ আনা ঠিক হবে না। তার আগেই ওকে এনে সিরিজ ও ম্যাচ দিতে হবে। এখন দেখা যাক কী হয়।’