রুপসি চাকমার পরিবারের পাশে দাঁড়ালো ৩ বিজিবি


পানছড়ি উপজেলার উত্তর দুদুকছড়ায় প্রসিতপন্থী ইউপিডিএফ ও সন্তু লারমাপন্থী জেএসএস এর মধ্যে গোলাগুলিতে নিহত গৃহবধু রুপসি চাকমার পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছে লোগাং জোন (৩ বিজিবি)।
৫’মার্চ বুধবার রুপসি চাকমার বাড়িতে সরেজমিনে ছুটে আসেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মফিজুর রহমান ভূঁইয়া। তিনি নিহত রুপসি চাকমার স্বামী হেমন্ত চাকমা ও মেয়ে বন্দনার চাকমার খোঁজ-খবর নেন এবং রুপসি চাকমার মৃত্যুতে বিজিবি’র পক্ষ থেকে সমবেদনা জানান।
এ সময় তিনি নিহত রুপসির শিশুকণ্যা বন্দনা চাকমার জন্য পোশাকাদি ও বিভিন্ন খেলনা নিয়ে আসেন। পাশাপাশি পরিবারের হাতে আর্থিক ও খাদ্যসামগ্রী সামগ্রী তুলে দেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবি’র এই মহতী উদ্যেগের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত ৩’মার্চ সোমবার উপজেলার দুর্গম উত্তর দুদুকছড়ায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের গোলাগুলিতে নিহত হন গৃহবধু রুপসি চাকমা।