রুমার নতুন স্টেশন থেকে বাস সার্ভিস চালু হবে আগামী শুক্রবার

fec-image

আগামী শুক্রবার বান্দরবানের রুমার নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু হবে। একই সাথে বাস, জীপগাড়ি, মোটরসাইকেল, থ্রি হুইলার গাড়ি ভাড়াও নির্ধারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিশ্চিত করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, মানুষের যাতায়াত সুবিধা বৃদ্ধি ও ঘনবসতিপূর্ণ রুমা বাজারের পরিবেশ ভারসাম্য রক্ষা করতে রুমা বাজার সংলগ্নে অনুমোদিত স্টেশন থেকে সরিয়ে বেথেল পাড়াঘাট সংলগ্নে সদ্য নির্মিত নতুন বাসস্টেশন থেকে বাস সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী শুক্রবার (২৮ সেপ্টেম্বর) থেকে বান্দরবানের উদ্দেশ্যে এই নতুন বাসস্টেশন থেকে সকল বাস ছাড়া হবে। এতে করে সাধারণ যাত্রীদের নিত্যদিনের সেবার সুবিধার বৃদ্ধি পাবে বলে স্থানীয়রা মনে করছেন।

একইসাথে বাস সার্ভিসের ভাড়াসহ উপজেলার সড়কের অভ্যন্তরীণ অংশে জীপগাড়ি, মোটরসাইকেল, থ্রি হুইলার মাহেন্দ্র গাড়ি ও সিএনজি ভাড়াও নতুন করে নির্ধারণ করা হয়।

সভার সূত্র মতে, রুমার নতুন বাসস্টেশন থেকে নির্ধারিত বাস ভাড়া ১৪০ টাকা, যা আগে ছিল ১৫০টাকা। ১নং সদরঘাট থেকে রুমা বাজার মোটরসাইকেলে ভাড়া ৩০ টাকা, নতুন বাসস্টেশন পর্যন্ত হলে জনপ্রতি ১৫ টাকা। ঠিক একইভাবে রুমা বাজার থেকে নতুন বাসস্টেশন ও সদরঘাট পর্যন্ত যথাক্রমে ১৫ টাকা ও ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত এই ভাড়া মোটরসাইকেল, মাহেন্দ্র, থ্রি হুইলার, সিএনজি ও জীপ গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরপি) ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন