parbattanews

রুমার সাথে সড়ক যোগাযোগ আবারও বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

ভারি বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ আবারো বন্ধ হয়ে গেছে। শনিবার সকাল থেকে সড়কের দলিয়ান পাড়ার অদুরে ভাঙ্গার মুখ এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ফলে বান্দরবানের সাথে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রুমা উপজেলা পরিবহন মালিক সমিতির লাইনম্যান জাকির হোসেন জানান, দলিয়ান পাড়া এলাকায় পাহাড় ধসের কারণে শনিবার সকাল থেকে সকল ধরনে যানবাহন বন্ধ রয়েছে এবং কোনো যানবাহন রুমা থেকে জেলা সদর ছেড়ে যায়নি। এতে করে মানুষের ভোগান্তি বেড়ে গেছে।

এদিকে ভারি বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা প্রশাসন ও পৌর সভার পক্ষ থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণভাবে বসবাস কারীদের আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে যাওয়ার জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সড়কের ওয়াই জংশ দলিয়ান পাড়া এলাকায় পাহাড় ধসে নারীসহ ৫জন নিহত হয়।

Exit mobile version