parbattanews

রুমায় অপহৃত ৫ জনকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা

বান্দরবানের রুমা উপজেলার সামাখাল এলাকা থেকে অপহরণের একদিন পর দূর্গম পাহাড়ে ছেড়ে দিয়েছে ৫জনকে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অপহরণের ঘটনাস্থল থেকে কিছুদূরে নাইতং নামক এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তারা সামাখাল এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। এদিকে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নিরাপত্তাবাহিনী।

জানা গেছে, রবিবার জেলার রুমা উপজেলার সামাখাল এলাকায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ৫ উপজাতীয় গ্রামবাসীকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় উপজাতীয় সন্ত্রাসীরা। ঘটনার ২৪ ঘন্টার মাথায় সোমবার দুপুর ২টার দিকে সামাখাল এলাকার উপরে পাহাড়ি অরণ্য নাইতং এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। উদ্ধারের পর ৫ গ্রামবাসী সেনাবাহিনীর হেফাজতে রয়েছে।

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈবং মারমা জানান,  সোমবার দুপুরে ৫ গ্রামবাসীকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার একদিন আগে গ্রামে অস্ত্রধারীদের বিষয়ে সেনাবাহিনীকে খবর দেওয়ায় সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বলে মুক্তিপাওয়া গ্রামবাসী জানিয়েছেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামবাসীর নিরাপত্তায় সেনাবাহিনীর অপারেশন দল সামাখাল এলাকায় টহল জোরদার করেছেন।

Exit mobile version