parbattanews

রুমায় গণপিটুনিতে দুজন’কে হত্যার অভিযোগে গ্রেফতার ১৪  

বান্দরবানের রুমায় গত মঙ্গলবার গণপিটুনিতে মারা যাওয়া দুইজনের হত্যা মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।। শুক্রবার (৩জুলাই) বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

জানা গেছে, গত মঙ্গলবার রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা এলাকায় মাদক মামলার আসামি দুই ভাইকে গণপিটুনি দিয়ে হত্যা করে গ্রামবাসী। নিহতরা হলেন, ক্যসিং থোয়াই মারমা (৩০) ও থোয়াই বাই অং মারমা (৩৬)।

এ ঘটনার পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মেথেচিং মারমা বৃহস্পতিবার বাদী হয়ে রুমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আটকৃতরা হলো- শৈইসিং থোয়াই(২৩), শৈনুমং মারমা (২০), মংনু মারমা (৪১), ক্যনুচিং মারমা (২৯), থোয়াই সা(৪৫), মংহাই (৫৫), উচিমং (৫০), থুসেই মারমা (৩৫), মংবাচিং মারমা (৫৫), ফিঞোচিং (২৩), বাসিংউ মারমা (২৮), উক্যহ্লা (৩৫), ইউনুংচিং (১৯) এবং মেলিপ্রু মারমা (১৮)। গ্রেফতারকৃতরা সবাই রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের হ্লাচিং পাড়ার বাসিন্দা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, হত্যা মামলা দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যেই ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে উর্ধ্বতন একটি টিম তাদের গ্রেফতার করেন।

Exit mobile version