parbattanews

 রুমায় জিপ চাপায় নিহত মংসাইশৈ মারমার বিচারের দাবিতে মানববন্ধন

রুমা প্রতিনিধি:

বান্দরবানের রুমায় ঘাতক চালক মো. ইব্রাহিম কর্তৃক বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে থানা পাড়া এলাকায় উসাইসিং মারমার ছেলে মংসাইশৈ মারমা(৪)কে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

সোমবার(২০) সকালে রুমা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “রুমার সর্বস্তরের সনসাধারণ এলাকাবাসী” ব্যানারে আয়োজিত সকাল ১০টা থেকে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্বতস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেছে-মারমা ওয়েলফেয়ার এসোসিয়েশন, মারমা যুব কেন্দ্রীয় কমিটি, ত্রিপুরা সংসদ ও যুব কমিটিসহ বিভিন্ন সংগঠনের নারী-পুরুষ তিন শতাধিক লোকজন।

সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার উহ্লামং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অং থোয়াই চিং মারমা। এসময় অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উ নাইন্দিয়া ভিক্ষু, মৃত মংসাইশৈ মারমার বাবা উসাইসিং ও মা এলিপ্রুসহ ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার পলাশ চৌধুরী , ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুভাষ ত্রিপুরা, ঘোনা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্যসিং মারমাসহ এলাকার জনসাধারণ ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রুমা উপজেলায় এ রাস্তায় এখানকার জিপ চালকরা সবসময় বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে।

বক্তারা সম্প্রতি জিপ চাপায় নিহত মংসাইশৈ মারমার হত্যাকারী গাড়ি চালককে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, গেল ১৫ আগস্ট সকালে রুমা সদরে থানা পাড়া এলাকায় ইব্রাহিম নামে জিপ গাড়ি চালক দ্রুত বেপরোয়া গতিতে চালিয়ে চার বছরের শিশু মংসাইংশৈকে জিপ চাপা দেয়। শিশুটিকে প্রথমে রুমা হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় মামলা হয়েছে। তবে থানা পুলিশ গাড়িটি জব্দ করলেও চালক এখনো পলাতক রয়েছে।

Exit mobile version