রুমায় দুর্গম এলাকায় গলিত লাশ উদ্ধার

fec-image

বান্দরবানের রুমায় দুর্গম এলাকা থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার হওয়া এ গলিত লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম লালরামচনহ্ বম লারাম(৪৩)। সে বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রুমা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হারমন পাড়ার পার্শ্ববর্তী একটি ঝরনার খাদ থেকে লাশটি উদ্ধার করেছে রুমা থানা অফিসার ইনচার্জ ( ওসি-তদন্ত) মোহাম্মদ মনির হোসেন নেতৃত্ব পুলিশের একটি দল।

এ সময় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় কীর্তন চলাকালে নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএমএফ) একটি দল গীর্জায় প্রবেশ করে লালরামচনহ বম, তাঁর পিতা সাংলিয়াম বম, স্ত্রী নুজিং বমসহ পাঁচজনকে ডেকে নিয়ে যায়।

পরে পিতা ও স্ত্রীসহ পাঁচজনকে গভীর রাতে নিয়ে চারজনকে ছেড়ে দিলেও লালরাম বমকে ছাড়েনি। তখন থেকেই তাঁর খোঁজ ছিলো না ।

এছাড়া নিহত লালরাম বমের ছোট ভাই লালকিম বম বলেন, শুক্রবার সকালে জানতে পারি, একটি গলিত লাশ সন্ধ্যান পাওয়া গেছে, পুলিশের একটি দল লাশ উদ্ধারের যাচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে বগালেক পাড়া নিয়ে আসার পর আমার ভাবী বড় ভাইয়ের লাশ হিসেবে সনাক্ত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লালরাম বম জনসংহতি সমিতি রুমা উপজেলায় সক্রিয় কর্মী ছিল। তথ্য আদান প্রদান করার সন্দেহে লালরাম বমকে তুলে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছিল। তবে লালরামের আত্মীয় স্বজনের দাবি, গত তিন চার বছর আগে থেকে জেএসেসের সাথে যোগাযোগ নেই লালরাম বমের।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করে বিকেলে থানায় পৌঁছেছে। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য আগামীকাল জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান আছে বলেন পুলিশের এই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উদ্ধার, এলাকায়, দুর্গম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন