parbattanews

রুমা উপজেলা পিবিসিপি’র আহ্বায়ক কমিটির অনুমোদন

বান্দরবানের রুমা উপজেলায় পার্বাত্য বাঙ্গালী ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

শুক্রবার (৯আগস্ট) সকাল ১০টায় এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

এতে মোহাম্মদ জয়নাল আবেদীনকে আহ্বায়ক ও সনজ্ঞিত চন্দ্র দেবকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটি অনুমোদন সংক্রান্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান। এছাড়াও প্রধান বক্তা ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলার আহ্বায়ক মো. মিজানুর রহমান আখন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পাহাড়ের সম্প্রীতি রক্ষার্থে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নির্ঘুম কাজ করে যাচ্ছে, সেই ধারাবাহিকতায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রুমা উপজেলা আগামীতে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে।

এতে বক্তারা সংবিধান বহির্ভুত আদিবাসী শব্দটির প্রত্যাহার সহ আদিবাসী দিবস পালন থেকে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রাসেল, কাজি মনির, আবদুল্লাহ ত্রিপুরা, রিদুয়ানুল হক, মোসলেম উদ্দিন, ওবায়দুল্লাহ মীর, মো. ইলিয়াস মীর, মো. মীর কাশেম, হাফেজ আবছার, মামুন চৌধুরী আশেক, মো. রফিকুল ইসলাম জয়।

Exit mobile version