parbattanews

রুমা সীমান্ত অতিক্রম করতে অগ্রসর ৩৫ পরিবার

নিজস্ব প্রতিনিধি:

বান্দরবানের রুমা উপজেলার চৈক্ষং এলাকার ওপারে অপেক্ষমান দুই শতাধিক মিয়ানমারের শরণার্থীর মধ্যে অন্তত ৩৫ পরিবারের ৭৬ জন বাংলাদেশ প্রবেশের জন্য এগিয়ে আসছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে তারা রুমা উপজেলার চৈক্ষং এলাকার কাছাকাছি এসে অবস্থান নেয়। যদিওবা এখনো তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানান, দু’দেশের জিরো পয়েন্টের কাছে খুমি পরিবারের ৪৮ জন ও রাখাইন পরিবারের ২৩ জন সদস্য অবস্থান করছে।

আইন শৃংখলা বাহিনীর তথ্য মতে, এসব শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছে।

তবে জিরো লাইনে থাকা শরণার্থীরা কোনোভাবে সীমান্ত অতিক্রম করে যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে বাড়তি সতকর্তায় রাখা হয়েছে বলে জানান বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল জহিরুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মিয়ানমারের রাখাইন ও চিন রাজ্যে আরাকান আর্মি ও সেদেশের বিজিপির, সেনাবাহিনীর মধ্যে একাধিক হামলা হয়। এরপর থেকে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। আর ওই সংঘর্ষের জেরে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাসিন্দাদের ঘরে ব্যাপক তল্লাশি চালাচ্ছে।

Exit mobile version